ডেস্ক: ‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’ স্লোগান নিয়ে আগামি ২২ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন।
অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধ ও প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষায় প্রত্যয়ী উদীচী’র ৩ দিনব্যাপি এ সম্মেলনের উদ্বোধন করবেন মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশে নির্মিত প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার ডা. সাঈদ হায়দার।
ওইদিন বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সভাপতিত্ব করবেনসংগঠনের সভাপতি কামাল লোহানী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌসুলী গোলাম আরিফ টিপু এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও উদীচী’র সাবেক সভাপতি অধ্যাপক যতীন সরকার উপস্থিত থাকবেন।
উদ্বোধনী পর্বে আরো উপস্থিত থাকবেন বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, আবৃত্তি সমন্বয় পরিষদসহ সংস্কৃতি অঙ্গণের বিভিন্ন জোটের নেতৃবৃন্দ। সম্মেলন চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
উদীচী’র জাতীয় সম্মেলনের অনুষ্ঠানসূচি অনুযায়ী, আগামি ২২ ডিসেম্বর বিকেলে উদ্বোধনের পর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশিত হবে মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠান। ২৩ ও ২৪ ডিসেম্বর সন্ধ্যায় গুলিস্তান কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত উদীচী’র শিল্পী-কর্মীরা উপস্থাপন করবেন আবহমান বাংলার ঐতিহ্যের ধারক-বাহক নানা বৈচিত্র্যপূর্ণ পরিবেশনা।
এছাড়া ২৩ ও ২৪ ডিসেম্বর প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলবে সম্মেলনের সাংগঠনিক অধিবেশন। ২৪ ডিসেম্বর বিকেলে পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন এবং নতুন নেতৃত্বের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন।